সুন্দরী রাধে গো,
তোর কানাইয়া যাইব ছাড়ি ।
তাই ভাবিয়া হাছন রাজা,
ফিরে বাড়ি বাড়ি ॥

কানাইয়া ছাড়িয়া গেলে,
লোকে বলবে এড়ি।
কানাইয়ারে বান্ধিয়া রাখ,
পায়ে দিয়া দড়ি ॥

মধুপুরে যাইব কানাই,
আমার আছে জানা।
গেলে পরে না আসিব,
হইবায় তুমি ফানা ॥

শীঞ্জ করি বান্ধ রাধে,
পায়ে দেও তার বেড়ি।
বান্ধবার লাগি হাছন রাজায়
করে লড়ালড়ি ॥

গেলে না আসিব আর,
ফিরিয়া লক্ষণছিরি ।
হাছন রাজায় কান্দন করে,
যাইও নারে হরি ॥