আতর গোলাপ সোয়া চন্দন,
সাঁজাইলাম ফুল বিছানা
অভাগীর বাসরে বন্ধু কেন আইলানা।
আমার মন-প্রাণ যৌবন
তোমায় করিলাম অর্পণ
কোলেতে বসাইয়া তোমায় করিয়া যতন
সঁপে দিতাম জীবন যৌবন
দুঃখ মনে রবে না।
তুমি আইসো নিশিরাত
আমার হাতে রাখো হাত
বুকেতে বুক মিলাইয়া
করবো মোলাকাত
প্রাণে আর দিওনা আঘাত
ও-রে মোর কেলের সোনা।
আমি গাইবো প্রেমের গান
আছেন যতো ভক্ত আশেকান
চতুর্দিকে বসেন সবে বৃদ্ধ নওজোয়ান
জুড়াইতে সকলের পরাণ
যার প্রেমের যে দেওয়ানা।
বাউল কফিল মিয়াই কয়
যদি তোমার মনে লয়
একবার এসে দেখা দিও আমার সমূদয়
প্রেমজ্বালা মোর বুকেতে রয়
জল ঢালিলে নিবে না।
Song: Shua Chondon
Singer: Ankon
Lyric: Baul Kofil Uddin
2 মন্তব্যসমূহ
এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।
উত্তরমুছুনরিদয় বিনা বাজাইয়া ডাখি
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...