আমি ঠেকছি তোমার ধরাধামে
সংসারী চলে যার নামে,
আমি ফসল ফলাই গায়ের ঘামে
আর বেঁচতে গেলে বান্ধা গো...
ও আল্লাহ
ও আল্লাহ আমি এক
সংসারী চলে যার নামে,
আমি ফসল ফলাই গায়ের ঘামে
আর বেঁচতে গেলে বান্ধা গো...
ও আল্লাহ
ও আল্লাহ আমি এক
আমি এক পাপিষ্ঠ বান্দা।
আন্ধাইর পুরির মানুষ আমি
আন্ধাইর ঘরের বাসিন্দা ।
ও আল্লাহ
ও আল্লাহ আমি এক,
আমি এক পাপিষ্ট বান্দা ॥
রুহুটারে কব্জা কইরা
আজরাইলে নিব ধইরা,
শূন্য কায়া রইবে পইড়া
কে শুনবে কার কান্দা গো ।
আন্ধাইর ঘরের রাস্তা সোজা
ঘাড়ে লইয়া পারের বোঝা,
আল্লাহ রাসূল মুর্শিদ ভজা
এই পাগল মনের ধান্দা গো ।
তোমার লীলা তোমার খেলা
বোঝেনা মোর মন পাগেলা,
পাগল হাসানের যায় বেলা
সইয়া লোকের নিন্দা গো ।
Song: Papistho Bandha
Singer: Pagol Hasan
Lyrics & Tune: Pagol Hasan
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...