ভব যাতনার ডাব্বা লইয়া
ঘুইড়া বেড়াই নিশিদিন
জীবন আমার রেল গাড়ির ইঞ্জিন।

মায়ের কোলে ছিলাম বালা
আদর ভাইনে ভাইনে
কে আমারে উঠাই দিলো
সমান্তরাল লাইনে।
ল'লক্করে ঘষাঘষি
আর চলেনা কষাকষি
কর্তৃপক্ষের ইচ্ছাখুশি
ডাব্বা দিয়া লাগাই বিন।
জীবন আমার রেল গাড়ির ইঞ্জিন।

ইস্টিশন টু ইস্টিশনে
জংশনে অদরি
জানতাম না আসিলে ভবে
সইতে হয় দিকদারি।
মাইনে পায় তার তাবেদার
স্টেশন কর্মী টিটি চেকার
কালাধোয়া মাইরা বেটার
চলছে গাড়ি বিরামহীন ।
জীবন আমার রেল গাড়ির ইঞ্জিন।

কি সুখে হরণে বাজে উচ্চস্বরে সুর
দয়াল আমার ইস্টিশনের শেষটা কত দূর ?
ভেবে পাগল হাসন বলে
শুরু সেই ব্রিটিশ আমলে
সংসার নামের মায়াজালে
জীবন মরণ পরাধীন।
জীবন আমার রেল গাড়ির ইঞ্জিন।



Song: Jibon Amar Rail Garir Engine
Lyric, Tune, Singer: Pagol Hasan