তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হবো রাধা
তোমার আমার প্রেম-পিরিতি একই সুঁতায়
বাঁধা ॥
বৃন্দাবনে যখন তুমি বাঁশরী বাজাও
বাঁশীর সুরে পাগলীনি আমারে
বানাও
তোমার ডাকের সাঁড়া দিতে পদে পদে বাধা ॥
যমুনার ঐ কালো জলে
দেখি তোমার কায়া
তোমার জন্য বুকে আমার বিষণ মধুর মায়া
জগতবাসী জানে সবাই
আমি তোমার আধা ॥
Song: Tumi Bondhu Krisno Hole
Singer: Sumi Mirza
Lyrics & Tune: Sumi Mirza
If you are friend Krishna, I will be Radha
My love for you is bound by the same thread.
When you play the flute in Vrindavan
Make me crazy with the tune of the flute
Step by step to answer your call.
I see your body in the black water of Yamuna
My sadness is sweet Maya in my chest for you
Everyone in the world knows that I am your half.
2 মন্তব্যসমূহ
সিসিরেফ
উত্তরমুছুনDarun
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...