ভালোবাসার ভেদপরিচয় বুঝলা না গো বুঝলা না
এক ঘরেতে খাইলা পরলা মনের নাগাল পাইলা না।
বিয়ার কাজী লিখলো কাগজ সাক্ষীসাবুদ নিয়া
দেনমোহরও লেইখা দিলো বান্ধো এবার হিয়া
চোখের ভাষা মনের আশা বোঝার ইচ্ছা করলা না
কাজী সাবে জানলো না রে মনের মিলন হইল না!
লোকে যারে সংসার বলে সংসার বলা দায়
মনের মিল না হইলে ভালোবাসার পরাজয়
পিরীত নামের কাঁচা রোদের কিরণ তুমি পাইলা না
মনের ভিতর বিজন মাঠ সেথায় বন্ধু আইলা না!
Song: Valobasar Ved Poricoy
Singer: Kamruzzaman Rabbi
Lyrics: Dr. Md. Harunur Rosid
Tune: Plabon Koreshi
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...