জড়াইয়া পিরীতের ফান্দে.....
জড়াইয়া পিরীতের ফান্দে আমার
কষ্টে কাটে বারো মাস
কি পিরীত বাড়াইলারে বন্ধু
করলা সর্বনাশ -।।
পাষাণ বন্ধুরে.........
নিকট ও আপন জানিয়া দিছলাম তরে মন
তুই বন্ধুয়ায় ভাইঙ্গা দিলি করিয়া যতন
কান্দে আমার আশার স্বপন
করলি তুই বিরহের চাষ।।
পাষাণ বন্ধুরে.........
ঘুমের ঘরে আনাগোনা স্বপ্নেও দিস ফাঁকি
একজীবনে এতো দুঃখ কি করে বল রাখি-।।
কান্দে আমার পরান পাখি।।
অকালে বয় শ্রাবণ মাস - ঐ
পাষাণ বন্ধুরে..........
পাতহারে ভাসাইয়া আমায় ভুইলা রইলা ছলে
তাতেও দুঃখ নাইরে বন্ধু পাগল হাসান বলে-।।
শেওলা হইয়া ভাসি জলে।।
ভূ-মন্ডলে জিন্দা লাশ - ঐ
Song: Ki Pirit Baraila
Singer: Pagol Hasan
Lyrics & Tune: Pagol Hasan
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...