তোর মন দেয়ালে কোন খেয়ালে
লিখলি আমার নাম
তুই সময় হলে আসবি বলে
পথ চেয়ে ছিলাম।
ইচ্ছে গুলো তোকে খুঁজে
আমার সবই নে তুই বুঝে,
আমার ভালো থাকার চাবি
তোর হাতে দিলাম।
মন শহরে তোর তোরে
একটা স্বপ্ন বাড়ি বানালাম।
প্রাণটা গেছে তোর ঠিকানায়
আমার আছে দেহটাই
এক মূহুর্ত থাকবো দূরে
এমন সাধ্য নাই।
ইচ্ছে গুলো তোকে খুঁজে
আমার সবই নে তুই বুঝে,
আমার ভালো থাকার চাবি
তোর হাতে দিলাম।
মন শহরে তোর তোরে
একটা স্বপ্ন বাড়ি বানালাম।
গল্প নয়রে অল্প করে
বলছি কথা একটাই
জন্ম থেকে জন্মান্তরে
তোকে শুধু চাই।
ইচ্ছেগুলো তোকে খুঁজে
আমার সবই নে তুই বুঝে
আমার ভালো থাকার চাবি
তোর হাতে দিলাম।
মন শহরে তোর তোরে
একটা স্বপ্ন বাড়ি বানালাম।
Song: Mon Shohore
Singer: Parvez Sazzad
Lyrics: Pradip Saha
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...