আল্লা সে আল্লা বলে ডাকছে সদায়
করে ফিকিরি ৷
জানলে সেই ফিকির ফাকার
তাইরি হয় ফকিরি ॥
আত্মারূপে পরিচয় নাই যার
পড়লে কি যায় মনের অন্ধকার
আবার আত্মারূপে কর্তা হয়ে
হও বিচারি ॥
কোরানে কোরানে কালুল্লায়
কুল্লে সাঁই মােহিত লেখা যায়,
আল জুবানের খবর জেনে
হও হুঁশারি ॥
বেদ পড়ে ভেদ পেত যদি সবে
গুরুর গৌরব থাকত না তবে
লালন ভণে তাই না জেনে
গােলমাল করি ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...