আশেকে উন্মত্ত যারা
সাঁইয়ের মনের ভাব জানে তারা ৷
কোথায় বা শরার টাটি
আশকে বেভুল সেটি
মাশুকের চরণদুটি
রয়েছে সেরূপ নিহারা ॥
মাশুক রূপটি হৃদয় রেখে
আশেকের বাতি জ্বলে দেখে
শত শত স্বর্গ দেখে
মাশুকের চরণের ধারা ॥
নাহি মানে ধর্মাধর্ম
নাহি মানে কর্মাকর্ম
যার হয়েছে বিকার শার্ম্ম
লালন কয় তার করণ সারা ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...