আর জুদা রাখব না, বন্ধুরে।
আর জুদা রাখব না।

জুদাইমে কত ছদমা তায়ত
কেহ জানে না ।
বন্ধে যদি ছুড়তে চাহে,
আমি তা এ দিব না ॥

আঞ্জা করিয়ে ধরিয়ে রাখব,
যাইতে তো পারব না।
সইতে না পারব আমি,
প্রেমেরও যাতনা 

হাছন রাজা ক্যা হতা.
হেয় হকে ফানা
নিজে নেস্থ হকে,
আয়নুল হক কাহনা ৷৷