লোকে বলে, লোকে বলে রে byবাউলা মন -সেপ্টেম্বর ১৪, ২০২৩ লোকে বলে, লোকে বলে রেহাছন রাজা তুমি কে?আমি যে মাবুদের খেলাবানাইয়াছে সে ॥আমারে বানাইয়া মাবুদঅন্তরেতে থাকে ।অন্তরে থাকিয়া আল্লাসয়েয়াল সংসার দেখে ॥এক বিনে দুই নাইহাছন রাজা হাসে।আল্লা আমি দুই নইপাগল লোকে দোষে ॥ Views
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...