আশা পুর্ণ হলো না
আমার মনের বাসনা ॥
দাসী হবো যুগল পদে
সাধ মিটাব ঐ পদ সেধে
বিধি বৈমুখ হলো তাতে
দিল সংসার যাতনা ॥
সাধ মিটাব ঐ পদ সেধে
বিধি বৈমুখ হলো তাতে
দিল সংসার যাতনা ॥
বিধাতা সংসারের রাজা
আমায় করে রাখলেন প্রজা
কর না দিলে দেয় গো সাজা
কারো দোহাই মানে না ॥
আমায় করে রাখলেন প্রজা
কর না দিলে দেয় গো সাজা
কারো দোহাই মানে না ॥
পড়ে গেলাম বিধির বামে
ভুল হলো মোর মূল সাধনে
ভুল হলো মোর মূল সাধনে
লালন বলে এই নিদানে
মুর্শিদ ফেলে যেও না ॥
মুর্শিদ ফেলে যেও না ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি #লালন গীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...