আপন মনে যাহার গরল মাখা থাকে ৷
যেখানে যায় সুধার আশায়
তথায় গরল দেখে ॥
কীর্তিকর্মার কীর্তি অথায়
যে যা ভাবে তাই দেখতে পায়
গরল বলে কারে দোষাই
ঠিক পড়ে না ঠিকে ॥
মনের গড়ল যাবে যখন
সুধাময় সব দেখবি তখন
পরশিলে এড়াবি শমন
নইলে পড়বি ফাঁকে ॥
রামদাস মুচির মন সরলে
চামড়ার কেটই গঙ্গা মেরে
সিরাজ সাঁই লালনকে বলে
তাই কি ঘটবে তোকে ॥
যেখানে যায় সুধার আশায়
তথায় গরল দেখে ॥
কীর্তিকর্মার কীর্তি অথায়
যে যা ভাবে তাই দেখতে পায়
গরল বলে কারে দোষাই
ঠিক পড়ে না ঠিকে ॥
মনের গড়ল যাবে যখন
সুধাময় সব দেখবি তখন
পরশিলে এড়াবি শমন
নইলে পড়বি ফাঁকে ॥
রামদাস মুচির মন সরলে
চামড়ার কেটই গঙ্গা মেরে
সিরাজ সাঁই লালনকে বলে
তাই কি ঘটবে তোকে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি #লালন গীতি
2 মন্তব্যসমূহ
সম্পুর্ন লেখা আসে নাই
উত্তরমুছুনJoy guru
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...