আপন মনের গুণে সকলি হয় 
পিঁড়েয় পায় পেঁড়োর খবর
         কেউ দূরে যায় 
 
রামদাস রামদাস বলে
সে তো মুচির ছেলে
গঙ্গা মায়ের এমনি নীলে
   এলো চাম-কাঠোরায় 

জাতে সে জুলা কুবীর
উড়িষ্যায় তাহার জাহির
বারো জাত তার হাঁড়ির
             তুড়ানি খায় 

না বুঝে ঘর ছেড়ে
জঙ্গলে বাঁধে কুঁড়ে
লালন কয় রিপু ছেড়ে
           যাবি কোথায় 

 

 #LalonGiti #LalonGeeti #লালনগীতি  #লালন গীতি