আর কি আসবে সেই কেলে সোনা

আর কি আসবে সেই কেলে সোনা
এই গোকুলে
তারে চেনে না নন্দরানী
কি ভোলে

ননীচোরা বলে অমনি
মারল তারে নন্দরানী
আরো কতরূপ অপমানি
করিলে

অনাদির আদি সেই গোবিন্দ
তারে রাখাল বানায় নন্দ
আরো কত রাখালগণ
কান্ধে চড়িলে

হারাইলে চায় পেলে নেয় না
ভবজীবের ভ্রান্তি যায় না
লালন কয় দৃষ্টি হয় না
এই নর নীলে




#LalonGiti #LalonGeeti #লালনগীতি
Views

একটি মন্তব্য পোস্ট করুন

=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...