এমন সৌভাগ্য আমার কবে হবে
দয়াল চাঁদ আসিয়ে আমায়
পার করিবে ॥

সাধনের বল কিছুই নাই
কেমনে সে পারে যাই
কূলে বসে দিচ্ছি দোহাই
অপার ভেবে ॥

পতিত পাবন নামটি তার
তাই শুনে বল হয় আমার
আবার ভাবি এ পাপীর ভার
সে কি নেবে ॥

গুরুপদে ভক্তিহীন
হয়ে রইলাম চিরদিন
লালন বলে কী করিতে
এলাম ভবে ॥



#LalonGeeti #LalonGiti #লালনগীতি