প্রেম যমুনায় ফেলবি বড়শী খবরদার।
লয়ে গুরুমন্ত্র ছেড়ে তন্ত্র
ঠিক হয়ে বয় ঘাটের পর ॥
পাকায়ে রাগের সুতা, ছয়তারে করি একতা
ভাবের টোপ গেঁথে দাও সেথা,
নিচেই সাড়া পেলে পরে
উঠবে ভেসে একান্তরে ॥
সেই নদী পুরা জল, সদা করছে রে কলকল
রাগের ছড়ি ছিপের বাড়ি খেলে হবি রসাতল,
কত রসিক জেলে জাল ফেলে
প্ৰাণ লয়ে দিচ্ছে সাঁতার ॥
যেয়ে দেখ নদীর কূল, তুই হবি রে ব্যাকুল
ট্যাপায় নিবে আধার কেটে, হবি নামাকুল
লালন বলে যেমন আমার
ভ্যাদায় করছে রুই আহার ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...