ভালবেসে ঘর বান্ধিলাম
সোনা বন্ধুর ভাঙ্গা নায়,
মনে লয় ডুবিতাম যমুনায় ॥
আগেতো কইলা নারে বন্ধু
এমনি যাবে দিনো হাল,
মন সপিলাম দেখিয়া তার
নানান রং-বেরঙ্গের পাল।
সব দুই আঙ্গলা পোড়া কপাল
ঘুমটিতে পানি চুঁয়ায় ॥
কর্ম দোষে ধরল বিষে
ঝাইরা নামায় ওঝা নাই,
কাক পক্ষীরে খাওয়াইলাম
সোনার তন ঝরা কামাই।
দিন রজনী লইয়া খেলাই
প্রাণ জুড়ায় না জোছনায় ॥
একবার যদি সুখ পাখিরে
হাতের কাছে ধরিতাম,
তার চরণেই পাগল হাসান
একেবারেই মরিতাম।
প্রাণ সখিরে গান শুনাইতাম
শুইয়া ফুলের বিছানায় ॥
Song: Vanga Nay
Singer, Tune, Lyrics: Pagol Hasan
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...