ডুবে দেখ দেখি মন ভবকূপে।
আর কতদিন রাখবা চেপে চুপে ॥
খেললি খেলা খেলার ঘরে
আসিয়া দুদিনের তরে
সঙ্গের হিল্লায় মিশে মন রে
এখন পড়েছ বিষম ধূপে ॥
ধূলাের পাশা ফুলের গুটি
তাই নিয়ে মন আঁটাআঁটি
যখন চার ইয়ারে বাঁধবে খাটি
কাঁদবে রে ভাই মা বাপে ॥
সিরাজ সাঁইয়ের সখের বাজারে
ডাকাত এসে সকল নেয় হরে
হত বর্বর লালন বলে
আমার প্রাণ ওঠে কেঁপে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...