আইল রে, আইল রে বন্ধু
আইল রে
চান্দমুখ দেখিয়া হাছন রাজা
পাগল হইল রে ॥

কিবা শোভা ঝলমল করে
বাঁকা তাব নয়নে রে ।
কালা না হয় ধলা না হয়
নূরেরি চটক রে ॥

দেখামাত্র প্রেমের আগুন
উঠিল জ্বলিয়া রে ।
প্রেমানলে জ্বলিয়া মইলাম
কি যাদু করিল রে ॥

ভৈসালের বৎসর বন্ধে
দরশন দিল রে
দয়া করিয়া আমার সঙ্গে
কথাবার্তা কইল রে ॥

তুমি আমার, আমি তোমার
বন্ধে যে বলিল রে ।
আমার দুঃখের কথা শুনিয়া
বন্ধের দয়া হইল রে ॥

দিলাশা ভরসা দিয়া
তুষ্ট মোরে কইল রে ।
আদম ছুবতে বন্ধু
সাক্ষাতে দাড়াইল রে ॥

নূরের বদন হাছন রাজা
দিলের চক্ষে দেখল রে ।
আমার দুঃখের কথা শুনিয়া
বন্ধের দয়া হ’ল রে ॥

আমারে করিয়া ফানা
অন্তরে ছাপাইল রে
আদম ছুরতে বন্ধু
সাক্ষাতে দাঁড়াইল রে ॥

নূরের বদন হাছন রাজা
দিলের চক্ষে দেখল রে ।
পরদা লাগাইয়া বন্ধু
হৃদয়ে বসিল রে ।

না দেখিয়া হাছন রাজা
করে হায় হায় রে ॥
ঐ দেখিলাম ঐ নাই,
কি করি উপায় রে ।
প্রেমের মাতোয়াল হইয়া,
হাছন রাজা গান গায় রে ॥