যখন ভাঙল মিলন-মেলা
ভেবেছিলেম ভুলব না আর
চক্ষের জল ফেলা ৷৷
দিনে দিনে পথের ধুলায়
মালা হতে ফুল ঝরে যায়-
জানি নে তো কখন এল
বিস্মরণের বেলা ৷৷
দিনে দিনে কঠিন হল
কখন বুকের তল—
ভেবেছিলেম ঝরবে না আর
আমার চোখের জল ৷
হঠাৎ দেখা পথের মাঝে,
কান্না তখন থামে না যে—
ভোলার তলে তলে ছিল
অশ্রুজলের খেলা ৷৷
#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত #গীতাঞ্জলী
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...