জ্বাল ঘরে চটিলে হয় সে জাত নাশা
তার কি ছাড় আশার আশা ॥
হাঁড়ি কেউ চটে কেউ রয়
মনে দেখে ধোঁকা হয়
বুঝি পূর্বেকার ফেরে ফোরে
গড়ে সে রে, তলা ফাঁসা ॥
ওসে পোড়া চাড়াকে
চার যুগে মিশে না খাকে
গুরুত্যাগী মনবিবাগী
তার তো ঘটে সেই দশা ॥
কেউ কুমারকে দোষায়
কেউ মাটি খারাপ কয়
লালন বলে পগলা ছলে
বােঝা কঠিন সাধ-ভাষা ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...