দেখলাম কি কুদরতিময়।
বিনা বীজে আজগুবী গাছ
চাঁদ ধরেছে তাই ॥
নাই সে গাছের আগাগোড়া
শূন্য ভরে আছে খাড়া
ফল ধরে তার ফুলটি ছাড়া
দেখে ধাঁধাঁ হয় ॥
বলব কি সেই গাছের কথা
ফুলে মধু ফলে সুধা
সৌরভে তার হরে ক্ষুধা
দরিদ্র্যতা যায় ॥
জানলে গাছের অর্থ-বানি
চেতন বটে সেহি ধনি।
গুরু বলে তারে মানি
লালন ফকির কয় ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...