এনেছে এক নবীন গোরা
নূতন  আইন  নদীয়াতে।
বেদ-পুরাণ সব দিচ্ছে  দুষে 
সেই আইনের বিচার মতে 

সাতবারে  খেয়ে  একবার স্নান
নাই পূজা তার, নাই পাপ পুন্যি জ্ঞান
অসাধ্যের  সাধ্য বিধান
বিলাচ্ছে  সব ঘাটে  পথে 

করে না সে জাতের বিচার
কেবল শুদ্ধ  প্রেমের আচার
সত্য মিথ্যা  জানব এবার
সাঙ্গ-পঙ্গ  জাতে অজাতে 

শুনে ঈশ্বরের রচণা
 তাই বলে সে বেদ মানে না
লালন কয় বেদ উপাসনা
কর দেখি মন কি দোষ তাতে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি