না জেনে মজ না পিরীতে।
জেনে শুনে কর পিরীত
শেষ ভাল দাঁড়ায় যাতে ॥
পিরীত করার হয় বাসনা
সাধুর কাছে জানগে বেনা
লোহাঁ যেমন পরশে সোনা
হবে সেই মতে ॥
ভবের পিরীত ভূতের কীর্তন
ক্ষণেক বিচ্ছেদ ক্ষণেক মিলন
অবশেষে হয় রে মরণ
তেমাথা পথে ॥
এক পিরীতের বিভাগ চলন
কেউ স্বর্গে কেউ নরকে গমন
অতি বিনয় করে বলছে লালন
এই জগতে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...