না জেনে মজ না পিরীতে।
জেনে শুনে কর পিরীত
শেষ ভাল দাঁড়ায় যাতে 

পিরীত করার হয় বাসনা
সাধুর কাছে জানগে বেনা
লোহাঁ যেমন পরশে সোনা
হবে সেই মতে 

ভবের পিরীত ভূতের কীর্তন
ক্ষণেক বিচ্ছেদ ক্ষণেক মিলন
অবশেষে হয় রে মরণ
তেমাথা পথে 

এক পিরীতের বিভাগ চলন
কেউ স্বর্গে কেউ নরকে গমন
অতি বিনয় করে বলছে লালন
এই জগতে 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি