নতুন দেশের নতুন রাজন।
এসেছে এই নদে ভূবন ॥
যার অঙ্গে এই অঙ্গ ধারণ
তারে তো চেন নাই তখন
মিছে কেন করছ রোদন
ওগো যশোদা এখন ॥
ভাবনা কি আর আছে তোমার
তোমার তো গৌরাঙ্গ কুমার
সাঁঙ্গপাঙ্গ লয়ে এবার
শান্ত করি এ ছার জীবন ॥
ভক্তি ভক্তের সঙ্গধারি
অভক্তের অঙ্গ না হেরি
লালন কয় সে বিনয় করি
আমার কেবল মিছে যাজন ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...