উদয় কলিকাল রে ভাই, আমি বলি তাই ৷
হাগড়া বেঁধে নেংটি ছিঁড়ে
লোক বুঝি হাসিয়া যায় ॥
কারো বিশ্বাস কেউ করে না
শঠে শঠে সকল কারখানা
সমঝে ভবে না চলিলে
বোম্বেটের হাতে পড়বি ভাই ॥
কলিতে অমানুষের জোর
ভাল মানুষ বানায় তারা চোর
ছিটে ফোঁটা তন্ত্রমন্ত্র
কলির ধর্ম দেখতে পাই ॥
মা মরা বাপ বদলানো স্বভাব
কলির যুগে দেখি এ ভাব
লালন বলে কলিকালে
ধর্ম রাখার কি উপায় ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
1 মন্তব্যসমূহ
হাগড়া কী জিনিস যদি একটু বুঝিয়ে দিতেন উপকৃত হতাম।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...