নজর একদিক দেওরে।
যদি চিনতে বাঞ্চা হয় তারে 

লামে আলেফ রয় যমন
মানুষে সাঁই আছে তমন
নীরে ক্ষীরে তেমনি মিলন
বলতে নয়ন ঝরে 

কে ছোট কে গাছ বিচে
কে আগে কে হল পিছে
দাসী হলে শুরুর কাছে
দেখায় দুই চোখ ধরে 

না বুঝে যায় সে কাজে
বলব কি কথা মরি লাজে
লালন বলে দুই নৌকায় পা দিলে যে
অমনি পাছা যায় চিরে 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি