প্রেম করা' কি কথার কথা
হরি প্রেমে নিল গলে ক্যাথা 

একদিন রাধে মান করিয়ে
ছিলেন ধনী শ্যাম ত্যেজিয়ে
মানের দায়ে শ্যাম যোগী হয়ে
মুড়ালে মাথায় 

আর এক প্রেমে মজে ভোলা
শ্মশানে মশানে করে খেলা
গলে শুদ্ধ হাড়ের মালা
দেখতে পাগল অবস্থা 

রূপ সনাতন উজির ছিল
প্রেমে মজে ফকির হলো
লালন বলে তেমনি জেনো
শুদ্ধ সে-প্রেমের ক্ষমতা 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি