প্রেম পিরিতের উপাসনা।
না জানলে সে রসিক হয় না ॥
প্রেম প্রকৃতি স্বরূপ শক্তি
কামগুরু হয় নিজ পতি
ও মন রসনা অনুরাগী না হলে
ভজন সাধন হবে না ॥
হরে মা যোগী-ঋষি মুনিগণে
বসে আছে যোগ সাধনে
শুদ্ধ অনুরাগী বলে
পেয়েছে কেলে সোনা ॥
প্রেমের বানে মধু চেনে সাধু জন
শুদ্ধ অনুরাগী যারা উর্ধ্বদেশে করে গমন
লালন বলে জ্ঞানী না হলে
নিগূঢ় তত্ত্ব জানবে না ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...