বিষামৃত আছে রে মাখাজোখা।
কেউ জানে না কেউ শোনে না।
যায় না জীবের দেলের ধোঁকা ॥
হিংসা নিন্দাতম গেলে
আলো হয় তার হৃদ কমলে
অধমে উত্তম মেলে
শুরু যারে হয় সখা ॥
মায়ের স্তনে শিশু ছেলে
দুগ্ধ খায় তার দুগ্ধ মেলে
সেই ধারাতে জোঁক লাগিলে
রক্ত নদী পাই দেখা ॥
গাভীর ভান্ডে গোরোচনা
গাভী তার মর্ম জানে না
সিরাজ সাঁই কয় লালন কানা
তমনি একটা বোকা ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...