ভজা উচিৎ বটে ছড়ার হাঁড়ি।
যাতে শুদ্ধ করে ঠাকুরবাড়ি ॥
চণ্ডীমন্ডপ আর হেঁসেল ঘর-দুয়ার
কেবল শুদ্ধ করে
ছড়ার নুড়ি ॥
ছড়ার হাঁড়ির জল, ক্ষণেক পরশ ফল
ক্ষণেক ছুঁসনে বলে
কর চেগুড়ি ॥
ছড়ার হাঁড়ির মত, আছে আর এক তত্ত্ব
লালন বলে জাগাও
বুদ্ধির নাড়ি ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...