বিষম রাগের করণ করা।
চন্দ্ৰকান্ত যোগ মাসান্ত
জানে কেবল রসিক যারা ॥
ফণির মুখে রসিক বসে
আছে সদায় নির্ভয় হয়ে
হুতাশন শীতল করিয়ে
অনলেতে দিয়ে পারা ॥
যোগমায়া রূপ যোগের স্থিতি
দ্বিদলে হয় তার বসতি
জান যদি কোনব্যক্তি
হতে হয় সে জ্যান্তে মরা ॥
সিরাজ সাঁই দরবেশে বলে
লালন ডুবে থাক নির সিন্ধুজলে
তাতে অঙ্গ শীতল হলে
হবি চন্দ্রভেদি রসিক তোরা ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...