তুমি গুণ টানিয়া যাও
যাওরে গুণের নাইয়া
আমরার গুণীরে পাইলে
কইও চাই বুঝাইয়া ।
গুণের নাইয়া রে .........

গুণের নাইয়া রে.............
কোন বা গুণী বাইরে কাটায়
ঘরে থইয়া বধূ গো তার
ঘরে থইয়া বধূ ।
কে কোন গুণে করলো বন্দি
কে করলো কোন যাদু
গুণের নাইয়া রে ........

গুণের নাইয়া রে...........
কতো গুণীর লাগাল পাইয়া
তালাশ করি তারে বা নাইয়া
তালাশ করি তারে ।
মহাগুণী মারলো লুকি
রইলো কার বাসরে
গুণের নাইয়া রে ........

গুণের নাইয়া রে............
আইতে উজান যাইতে ভাটি
কতো নাইয়া গেলা ভবে
কতো নাইয়া গেলা ।
গাঙ রইয়াছে গাঙের জায়গায়
বেলার জায়গায় বেলা
গুণের নাইয়া রে......

গুণের নাইয়া রে........
আমি'তো জানি বা নাইয়া
গুণীর দেওয়া জ্বালা ভবে
গুণীর দেওয়া জ্বালা........
ঐ গুণী বৈ পাগল হাসান
মইলে বেশি ভালা
গুণের নাইয়া রে.......


Song Guner Naiya
Singer, Tune, Lyrics: Pagol Hasan