যেজনা আছেরে সেই খুঁটো ধরে
লাগবে না যাঁতার ঘিঁষ
লাগবে না নারে ॥
দেখ রে যাঁতার মাঝার
খুঁটোর কাছে ফাঁক আছে তার
জানি না যাঁতার কি মার
চাপান পাইরে ॥
আসমান-জমিন করে একঠাঁই
যেদিনে ঘুরাবেন সাঁই
যার আছে খুঁটোর বল ভাই
বাঁচবে সে রে ॥
থাকলে শুরু রূপের হিল্লায়
অটল রূপ তাইরি মিলায়
তাইতে লালন ফকির কয়
সে ভিন্ন নয়রে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...