যে-জন ডুবে আছে সেই রূপসাগরে।
রূপের বাতি দিবারাতি
জ্বলছে তার অন্তরে ॥
রূপরসেরও রসিক যারা
রসে ডুবে আছে তারা
হয়েছে সে জ্যান্ত মরা
রাজবসন ছোড়ে ॥
ওরে রাজ্যবসন ত্যাজ্য করে
ডোর কোপনি অঙ্গে পরে
কাঠের মালা গলে নিয়ে
করঙ্গ লয়েছে করে ॥
ও রূপনদীর তীর ঘাটে
যে বসেছে মওড়া এঁটে
সেই নদীতের জোয়ার এলে
রসিক নেয় ধরে ॥
জোয়ার আসলে উঠে সোনা
ধরে নেই সেই রসিক জনা
ও কামনদীর ঘাটে লোনা
লালন কয় সেই ঘাটে মানুষ মরে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...