রাধার গুণ কত নন্দলাল তা জানে না।
কিঞ্চিৎ জানলে লম্পট ভাব থাকত না 

করে সে পিরিতি
নাই তার সু-রীতি
কু-রীতি ছলনা;
বলে রাই সত্য দেখি
অন্য ভাবনা 

যদি মন দিলে রাধারে
ওরে শ্যাম কুব্জারে
স্পর্শ করতে না;
এক মন কয় জায়গায় বেচে
তাও তো জানলাম না 

চন্দ্রাবলীর সনে
মত্ত কোন রসরঙ্গে
ভেবে দেখ না;
অমনি অনন্ত ভ্রান্ত
শ্যামের জেনেও জানো না 

জানলে প্রেম গোকুলে
নিত্য কেঁথা গেলে
নদেয় সেনা;
অধীন লালন কয়
কর এ বিবেচনা 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি