রাধার তুলনা পিরীত সামান্যে
কেউ যদি করে।
মরিয়ে না মরে পাপী
অবশ্য যায় ছারেখারে ॥
কোন প্রেমে সেই ব্ৰজপুরি
বিভোরা কিশোর কিশোরী
কে পাইবে গম্ভু তারি
কিঞ্চিৎ ব্যক্ত গোপীর দ্বারে ॥
গোপীর অনুগত যারা
ব্রজের সে ভাব জানে তারা
কামের ঘরে শুরকী মারা
মরাই ধরে ধরাই ধরে ॥
পুরুষ প্রকৃতি স্মরণ
থাকতে কি হয় প্রেমের করণ
সিংহের দায় দিয়ে লালন
শৃগালের কাজ করে ফেরে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...