রাগ অনুরাগ যার বাঁধা আছে তার
সোনার মানুষ আলাপন হৃদ্কমলে।
বেদ-পুরাণ আদি রাগের অনুবাদি
নব অনুরাগী তা দেয়রে ফেলে ॥
অনুরাগীর মন সদাতে রত
মনিহারা রূপ ফণীর মত
দেখলে তাহার মুখ, হৃদয়ে বাড়ে মুখ
অঙ্গ পরশিলে প্রেম উজ্জ্বলে ॥
অরুরাগীর নয়ন যেদিকে ফিরায়
পূর্ণচন্দ্র রূপ বলক দেখতে পায়
ক্ষণেক হাসে মন, ক্ষণেক সচেতন
ক্ষণেক ব্রহ্মাণ্ডের পর যায়রে চলে ॥
অনুরাগে সদায় যে করে আশা
অনুরাগে হয় তার দশম দশা
লালন ফকির কয় অনুরাগ যার নাই।
তার কার্য সিদ্ধি হয় কোনকালে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...