রাছুল কে তা চিনতে নারে
রাছুল পয়দা হল আল্লার নূরে 

রাজুল মানুষ চিনলে পরে
আল্লা তারে দয়া করে
আল্লা নবী দেল আরসে
দু'জনাতে বিহার করে 

নয়নে না দেখি যারে
কিরূপে ভজিব তারে
নিচের বালু না গুণিয়ে
আকাশ ধরি অন্ধকারে 

রাছুল মানুষের সঙ্গ নিলেরে
যম যাতনা যেত দূরে
লালন বলে রাছুলেরে
না চিনে পড়বা ফ্যারে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি