রাছুল রাছুল বলে ডাকি
রাছুল নাম নিলে বড় সুখে থাকি ॥
মক্কা যেয়ে হজ্ব করিয়ে
রাছুলের রূপ নাহি দেখি
মদিনাতে যেয়ে দেখি
রাছুল মরেছেন রওজা দেখি ॥
কূল গেল কলঙ্ক হলরে,
আর কিছু নাই দিতে বাকি,
সোনার রাছুল মল
কুল গেল, কেমন করে গৃহে থাকি ॥
হায়াতোল মরছালিন বলে
দলিলেতে লেখে দেখি,
সিরাজ সাঁই কয় অবোধ লালন,
রাহুলকে চিনগা আখেরে পাবি ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...