রাছুল রাছুল বলে ডাকি
রাছুল নাম নিলে বড় সুখে থাকি 

মক্কা যেয়ে হজ্ব করিয়ে
রাছুলের রূপ নাহি দেখি
মদিনাতে যেয়ে দেখি
রাছুল মরেছেন রওজা দেখি 

কূল গেল কলঙ্ক হলরে,
আর কিছু নাই দিতে বাকি,
সোনার রাছুল মল
কুল গেল, কেমন করে গৃহে থাকি 

হায়াতোল মরছালিন বলে
দলিলেতে লেখে দেখি,
সিরাজ সাঁই কয় অবোধ লালন,
রাহুলকে চিনগা আখেরে পাবি 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি