রাছুল যিনি নয় গো তিনি
আব্দুল্লার তনয় ।
আগে বোঝ পরে মজ
নৈলে দলিল মিথ্যা হয় ॥
মহম্মদ আব্দুল্লার ছেলে
রজঃ বীজে জন্ম নিলে
আমেনাকে মা বলিলে
প্রকাশ হলেন মদিনায় ॥
তাঁর চার সন্তান চার সন্ততি গণনা
এই হল সৃষ্টির বাসনা
তিন বিদি হয় ছৈয়াঁদিনা
এগারটি বাদ পড়ে রয় ॥
মহম্মদ জন্মদাতা
নবী হলেন ধর্মপিতা
লালন বলে সৃষ্টির লতা
আল্লাতে মিশে রয় ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...