রাছুলের সব খলিফা কয়
বিদায়কালে ।
গায়বী খবর আর কি পাব,
আজ তুমি গেলে লালনগীতি

কোরানের ভিতর সে-ত
মকতায়াত অক্ষর কত;
মানে কও তার ভাল মত,
ফেল না গোলে 

মহা পেচ আইন তোমার
বুঝে ওঠে কি সাধ্য কার;
কি করিতে কি করি আর
ছহি না বুঝলে 

আহাদ নামে কেন আপি
মিম দিয়ে মিম কর নফি
মানে কি তার কও নবিজী
লালন তাই বলে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি