রূপের ঘরে অটল রূপ বেহারে
চেয়ে দেখনা তোরা।
ফনি মনি জিনি রূপের বাখানি
দুই রূপে আছে সেইরূপ হল করা ॥
যে-জন অনুরাগী হয় রাগের দেশে যায়
রাগের তালা খুলে সে রূপ দেখতে পায়
রাগেরি কিরণ বিধি বিস্মরণ
নিত্য নিলের ওপার রাগ নেহারা ॥
ও সে অটল রূপ সাঁই ভেবে দেখ তাই
সে রূপের কভু নিলে নিত্য নাই
যে-জন পঞ্চতত্ত্ব যজে, নিলে রূপে মজে
সে কি জানে অটলরূপ কী ধারা ॥
আছে রূপের দরজায় শ্রীরূপ মহাশয়
রূপের তালা ছোড়ান তার হাতে সদায়
যে-জন শ্রীরূপে গত হবে তালা ছোড়ান পাবে
অধীন লালন বলে অধর ধরবে তারা ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...