রূপেরো তুলনা রূপে।
ফনি মনি সৌদামিনী কি আর
তার কাছে সঁপে ॥
যে দেখেছে সেই অটল রূপ
বাক নাহি মেরেছে চুপ
পার হলো সে এভব কূপ
ওসে রূপে মালা হৃদয় জপে ॥
আমি আদৌ বুদ্ধি হানী
ভজন সাধন নাহি জানি
বলব কি সে রূপ বাখানী
মোহিনীর মন যায় কলপে ॥
বেদে নাই সে রূপের খবর
কি জন্যে সে প্রেমে বিভোর
সিরাজ সাঁই কয় লালনরে তোর
নিজ রূপে বোঝ সংক্ষেপে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...