মানুষ ভজলে সোনার মানুষ হবি।
মানুষ ছাড়া ক্ষ্যাপারে তুই
মূল হারাবি 

এই মানুষে মানুষ গাঁথা
গাছে যেমন আলোকলতা
জেনে শুনে মুড়াও মাথা
ও মন যাতে ত্বরবি 

দ্বিদলের মৃণালে
সোনার মানুষ উজলে
মানুষ-গুরু নিষ্ঠা হলে
তবে জানতে পাবি 

মানুষ ছাড়া মন রে আমার
দেখি রে সব শূন্যকার
লালন বলে মানুষ আকার
ভজলে তারে পাৰি৷ 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি