মানুষ ভজলে সোনার মানুষ হবি।
মানুষ ছাড়া ক্ষ্যাপারে তুই
মূল হারাবি ॥
এই মানুষে মানুষ গাঁথা
গাছে যেমন আলোকলতা
জেনে শুনে মুড়াও মাথা
ও মন যাতে ত্বরবি ॥
দ্বিদলের মৃণালে
সোনার মানুষ উজলে
মানুষ-গুরু নিষ্ঠা হলে
তবে জানতে পাবি ॥
মানুষ ছাড়া মন রে আমার
দেখি রে সব শূন্যকার
লালন বলে মানুষ আকার
ভজলে তারে পাৰি৷ ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
1 মন্তব্যসমূহ
জয় গুরু
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...