ও মুখের কথা নয়
কাজে প্রমাণ দিছি শত শত
বুক ছিঁড়িয়া দেখাবো কি আর
সর্ব অঙ্গে ক্ষত।

বন্ধু তোরে ভালোবাসি
আমি হয়েছি সুজন কৃষি
পাথরে ফুল ফুটাইয়া
রঙ ধরাইছি তোমার মতো।

বন্ধু তোরে বক্ষে রাখি
আমি হয়েছি সুজন মাঝি
ভাঙ্গা নায়ের পানি সেঁচে
চালাইতেছি দিবারাত্র।

বন্ধু তোমার প্রেমের কাঙ্গাল
সাঁজিয়াছি মাঠের রাখাল
পশু যে কথা মানে-
শামসেল হক তা জানত না তো।


Song: Tore Valobasi Koto
Lyric & Singer: Chisty Baul