এ পরবাসে রবে কে হায়!
কে রবে এ সংশয়ে সন্তাপে শোকে ৷৷

হেথা কে রাখিবে দুখভয়সঙ্কটে—
তেমন আপন কেহ নাহি এ প্রান্তরে হায় রে ৷৷

#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত  #গীতাঞ্জলী