না সজনী, না, আমি জানি জানি, সে আসিবে না 
এমনি কাঁদিয়ে পোহাইবে যামিনী, বাসনা তবু পূরিবে না 
জনমেও এ পোড়া ভালে কোনো আশা মিটিল না ৷৷

যদি বা সে আসে, সখী, কী হবে আমার তায়।
সে তো মোরে, সজনী লো, ভালো কভু বাসে না—জানি লো 
ভালো ক’রে কবে না কথা, চেয়েও না দেখিবে—
বড়ো আশা করে শেষে পূরিবে না কামনা ৷৷

#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত  #গীতাঞ্জলী